সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, ৪ বারের সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলীর তালা মার্কার সমর্থনে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ২ টায় গণমিছিল শুরু হয়। মিছিলটি ৭নং ওয়ার্ডের সবকটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে ফতেগড় গ্রামে গিয়ে শেষ হয়।
পরে বিকাল সাড়ে ৫টায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ।
সভায় মেম্বার পদপ্রার্থী ও ৪বারের সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলী বলেন, অতীতে ৪বার ওয়র্ডবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তারা আমার উপর যে আস্তা রেখেছিলেন, আমি বারবার তার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাই করব। এ ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডের যা কিছু চোখে পড়বে তার প্রায় সবকিছুই হয়েছে আমার হাত ধরে।
তিনি বলেন, বর্তমানে ওয়ার্ডবাসীর জন্য সরকার নানা সুযোগ সুবিধা আগের চেয়ে বৃদ্ধি করেছে। কিন্তু দুঃখের বিষয়, সঠিকভাবে প্রকৃত দরিদ্র মানুষের হাতে তা পৌছাচ্ছেনা। জনপ্রতিনিধিরা অসৎ হলে যা হয়, আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নেও তাই হয়েছে। অভাবগ্রস্ত মানুষ সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন আত্মীকরণের কারণে। এবার সুযোগ এসেছে। জনগন এ অবস্থার পরিবর্তন চায়।
তিনি আরও বলেন, আমি সারাজীবন আপনাদের সেবা করেছি। আপনারা সুযোগ দিয়েছেন বলেই তা সম্ভব হয়েছি। আগামী ১৬ মার্চ আবারও আপনারা আমাকে আপনাদের খেদমতে কাজ করার সুযোগ দিবেন বলেই আমার বিশ্বাস।
তিনি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে মঙ্গলবারের গণমিছিলে ওয়ার্ডবাসী অংশগ্রহণ ও সফল করায় ওয়ার্ডের সর্বস্থরের জনগনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম / ইদ্রিছ