সুনামগঞ্জ ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
 

বুধবার সকালে সুনামগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলার ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে  চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
 


বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।
 

এর আগে এক আলোচনা সভায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেন, দেশের আইনশৃংখলা রক্ষায় আনছার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ভূমিকা অপরিসীম।  দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আনছার বাহিনী সর্বাত্মকভাবে কাজ করে আসছে। তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশ ও দশের কাজে সর্বদা প্রস্তুত থাকতে আনছার বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি।
 

তিনি বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানুষের সেবায় সবসময় এগিয়ে আসে। সারাদেশে মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জ জেলা ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে বলে জানা তিনি।
 

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট আনসার ও ভিডিপি অফিসের ডক্টর মামুন পারভেজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-০২