হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর।
 

একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় এবং হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।
 

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অথিতিবৃন্দদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সত্য তথ্য নির্ভর এবং বাস্তব সম্মত সংবাদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৪