সুনামগঞ্জের তাহিরপুরে দুইপক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য শহীদ মিয়া (৫০), আব্দুল হান্নান (৪০), ছুরত আলী (৬৫), শফিক মিয়া (৩০)। সংঘর্ষে ব্যহৃত দেশীয় দা সেল, সুলফি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ও দুপুরে গ্রামের ইউপি সদস্য শহীদ মিয়া ও ছুরত আলীর লোকজনের মধ্যে দু’দফা সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। উভয় পক্ষের আহতরা হলেন, আব্দুল করিম (৫০), আরব আলী (৩০), আলমগীর (২৫) ও রাবিয়া বেগম (২৫), নজির মিয়া (৩০)। গুরুতর আহত আব্দুল করিমকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশ থেকে দেশীয় সেল, সুলফি উদ্ধার করেছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ রাজ্জাক/ নাজাত