দিরাই রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী মাসুক আহমদ সরদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার রাত ৮ টায় দিরাই রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দিরাই পৌরসভার জালাল সিটি সেন্টারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দিরাই রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোশাহিদ আহমদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সহ সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, কার্যনির্বাহী সদস্য শিশির কুমার অধিকারী, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে মাসুক আহমদ সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপস্থিত সাংবাদিকরা।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৫