সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (১৭ই মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিস, এলজিইডি, আব্দুল মজিদ কলেজসহ বিভিন্ন এনজিও সংস্থা।
 


শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,  মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,  এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী তহুর আলী, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তারিক জামিল অপু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৬