সিলেটের নগরীর ওসমানী মেডিকেল রোডস্থ কাজলশাহ্ আবাসিক এলাকার সামাজিক সংগঠন ঐতিহ্যবাহী বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ১১তম কাউন্সিলে কার্যনিবাহী কমিটির ৫১ সদস্যের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে অনুষ্টিত নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চারটি পদে নেতত্ব বাছাই সম্পন্ন হয়।


নতুন কমিটিতে সভাপতি পদে এম এস হাসান ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে এম এ রায়হান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে এহসান আহমদ ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং অর্থ সম্পাদক পদে রোমন আহমদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার অভিষেক হয় ২০০১ সালে ২৪ জানুয়ারী। মরহুম মুরাদ আহমেদ খালেদের  হাত ধরে প্রতিষ্ঠিত এই ক্লাবটি স্বেচ্ছায় রক্ত দান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ অত্যন্ত সুনামের সাথে করে আসছে বিগত ২২ বছর ধরে। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোড কাজলশাহ্ আবাসিক এলাকায় অবস্থিত।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৪