আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজটি। তিন ম্যাচ সিরিজের সবক’টিই হবে এ মাঠে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে আছে দোলাচল।


দু-তিনদিন ধরে জ্বরে ভুগছেন তামিম ইকবাল। কাল শুক্রবার অবশ্য অনুশীলন করেছেন এই বাঁহাতি।

কিন্তু আজ কী তিনি খেলবেন? নেতৃত্ব দেবেন দলকে?

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলছেন, ‘তামিম ইকবালের একটু শরীর ব্যথা। গা ম্যাজমেজ ভাব। তবে জ্বর নেই।’

‘এমনিতে জ্বর নেই। তবে আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সবই করেছি। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসক হিসেবে যদি বলি, তামিম ইকবালের কোনো সমস্যা নেই, সে চাইলে খেলতে পারবে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে