লন্ডনের কেমডেন সিটি মেয়র, কাউন্সিলর নাসিম আলী ওবিই ও কেমডেন সিটি প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শুক্রবার (১৭ মার্চ) রাতে নগরের একটি অভিজাত হোটলে সংবর্ধনায় দেয়া হয়। 

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। 


সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কেমডেন সিটি মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই বলেন, শিক্ষা ও পর্যটন বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কাজ করতে চায় কেমডেন সিটি। জনবান্ধব সিটি গঠনে সিসিক ও কেমডেন একসাথে করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেমডন সিটির ডেপুটি মেয়র কাউন্সিলর নাজমা রহমান, সিসিকের কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এমএম শওকত আমীন তৌহিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক, কেমডেন সিটি মেয়র কাউন্সিলর নাসিম আলী’র সহধর্মীনি নীলা চৌধুরী, ব্যবসায়ী সাব্বির রহমান প্রমুখ। 

এতে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান,নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।  


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডালিম