মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের সৌজন্যে গরীব অস্বচ্চল পরিবারদের মাধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার গাউছিয়া জালালিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এ উপলক্ষে উক্ত অনুষ্টানে সমাজসেবক মোসাহিদ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
আলিম আল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাংবাদিক সাইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মখলিছুর রহমান ও মাহবুবুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১৬