সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর অফিস পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। বুধবার (২২ মার্চ) এসএমপি উত্তর অফিস পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আল-মামুন সহ এসএমপি বোম ডিসপোজাল ইউনিট এর সদস্যবৃন্দ, এসএমপি উত্তর অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার এসএমপি উত্তর অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং বোম ডিসপোজাল ইউনিটের বিভিন্ন সরঞ্জাম ও কিট সামগ্রী পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিভিন্ন দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত