মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে হাজীপুরের ‘কানিহাটি হাইস্কুল মনু-গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপির পক্ষে উপস্থিত ছিলেন- এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, মতাহির আলম চৌধুরী, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াদুদ বকস, মেম্বার নুর আহমদ চৌধুরী বুলবুল, প্রবাসী কমিউনিটি নেতা সাহেদ নূর, ডা. জুবের আহমদ, হাজীপুর সোসাইটির সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা নাহিদ, এমদাদুল হক, মুরছালিন আহমদ, ঠিকাদার বিনয় কুর্মী প্রমুখ।
জানা যায়, উপজেলা এলজিইডির বাস্তবায়নাধীন হাজীপুর ইউনিয়নে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ‘কানিহাটি হাইস্কুল মনু-গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ১.৩৭০ কিমি এ রাস্তা পাকাকরণের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, উপজেলার হাজীপুর ইউনিয়নের উক্ত রাস্তা দেশ স্বাধীনের পর থেকে অবহেলিত থাকায় এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাসহ কয়েকটি গ্রামের মানুষ ও চা-শ্রমিকসহ বিশেষ করে বর্ষাকালে যাতায়াত ও উপজেলা শহরের সাথে যোগাযোগে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। বিগত সংসদ নির্বাচনে সুলতান মনসুরের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করায় ভুক্তভোগী এলাকাবাসী এমপি সুলতান মনসুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৩