পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘মিশন ওয়ান মিলিয়ন’।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল খিলগ্রামে ও ছাতক উপজেলার গাংপার নোয়াকোট গ্রামে শতাধিক বিধবা, এতিম, প্রতিবন্ধী এবং হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


‘বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকে’র অর্থায়নে ১০ কেজির প্রতি ফুডপ্যাকে ছিলো- তেল, ডাল, ছোলা, পেয়াজ, খেজুর, লবণ ও আলু।

খিলগ্রামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহালের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব এম এ মালেক চৌধুরী, ‘মিশন ওয়ান মিলিয়ন’র প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, ক্রিকেটার নাহিদ হোসেন চৌধুরী ও তাহসান ইসলাম চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন- আর্তমানবতার সেবাই প্রকৃত মানবসেবা। সিয়াম সাধনার মাসে অসহায় দুস্থদের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। ‘মিশন ওয়ান মিলিয়ন’ নামের সামাজিক সংগঠন সেই কাজটি করে যাচ্ছে। 

দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য ‘বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী ও কো-অরডিনেটর মাজিদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর