মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল সাড়ে এগারোটায় আলোচনা ও পুরস্কার বিতরণী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ''ক গ্রুপ' বয়স ৩ থেকে ৬ বছর বিষয় ইচ্ছামতো, 'খ গ্রুপ' বয়স ৬ থেকে ৯ বছর বিষয় স্বাধীনতা ও বাংলাদেশ। তাছাড়া রয়েছে ৯ থেকে ১৬ বছর বয়সের বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৬ বছরের উপরের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায় (সময় ১ঘন্টা)। স্থান লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস, কামাল বাজার, দক্ষিণ সুরমা, সিলেট।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠান লিডিং ইউনিভার্সিটির শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাস সকাল ৯:১৫টায় টিলাগড় পয়েন্ট থেকে সবকটি রুটে ছেড়ে নির্দিষ্ট পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১