পবিত্র মাহে রমজান উপলক্ষে তালিমুল কোরআন বাহরাইনের আয়োজনে মাসব্যাপি দাওরায়ে তাফসীর মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার দেশটির ইসা টাউন শহরে জুবায়ের বিন আওয়াম মসজিদে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে মাহফিল শুরু হয়।
 


পবিত্র কোরআনে এসেছে মানু‌ষের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে প্রতি রমজানে সাড়ে সাত পারা করে কোরআন তেলাওয়াত বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়ে থাকে এবং চার বছরে পবিত্র কোরআন পরিপূর্ণ তাফসীর শেষ হয়।দেশটির মানামা, মোহাররক, ইসা টাউন, হামাদ টাউন চারটি শহরে মাস ব্যাপী ধারাবাহিক ভাবে চলবে এই তাফসীর মাহফিল।
 

মাহফিলে মো: সেলিমের সভাপতিত্বে প্রথম দিনে ইসা টাউন মসজিদে তাফসীর পেশ করেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ সালা উদ্দিন।
 

এসময় আরও উপস্থিত ছিলেন- গিয়াস উদ্দিন মিয়াজী, তাওলাত হোসেন, জয়নাল আবেদীন, খায়রুল বাশার, সুফি সোরোয়ার, নোমান উদ্দিন মনির, মোঃকামাল, সালেহ আহমদ মামুন, মো. সুহেল সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ তাওহীদ মুসলিম জনতা।

 

সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০৮