হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও এক্সেভেটরের সংঘর্ষে প্রাণ গেছে দুই ভাইয়ের। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ৩ জন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কালাই উল্লাহর ছেলে আব্দুল মঈন (৬০) ও তাজ উদ্দিন (৩৫)।
আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আব্দুল মঈনের শ্বাশুড়ির জানাযায় যোগ দিতে দুপুরে নিজ বাড়ি থেকে একই উপজেলার উজিরপুরে যান পরিবারের ৫ জন। জানাযা শেষে সন্ধ্যায় ৫জন অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের অটোরিকশাটি ভাটিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি এক্সেভেটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আর আহতদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সিলেটে প্রেরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডালিম