২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নেতৃবৃন্দ রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি অশোক দাস, উপদেষ্টা মীর আবু ফাহেদ সজল, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (মতিন), রতন দে, সেক্রেটারি সাইফুর রহমান বশির, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, কার্যকরী পরিষদ সদস্য শেখ সারওয়ার হোসাইন, ওসমান মিয়া, জামিল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 


স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি অশোক দাস সহ‌ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূতের কাছে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সংবিধান তুলে দেওয়া হয়। সংবিধান গ্রহণ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মিসপি সরেন।
 

রাষ্ট্রদূত সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এইধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/রুহুল/এসডি-২৮