নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিসবটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।

রোববার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।


এসময় বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু