সিলেট বিভাগের দুই-এক জায়গায় আগামী কয়েকদিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
 

একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা পরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 


সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, প্রাক মৌসুম হওয়ায় বছরের এই সময়টিতে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। স্থানীয় ভাষায় যা কালবৈশাখী ঝড় বলা হয়। সিলেট বিভাগের বেশকিছু জায়গায় আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সিলেটের আকাশে সূর্যের দেখা নাও মিলতে পারে।
 

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

 


সিলেটভিউ২৪ডটকম/ নাজাত/এসডি-২৪