উপজেলার মৌলারপাড় সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বাংলাবাজার বিজিবি ক্যাম্পের হাবিলদার মনোয়ার পারভেজ। মামলার এজাহারে সরকারি কাজে বাধাপ্রদান, অবৈধ চোরাচালান, হত্যার উদ্দেশ্যে মারপিটের উল্লেখ করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌলারপাড় সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা দেশিয় অস্ত্রশস্ত্রসহ বিজিবি টহল দলের উপর নির্বিচারে ঢিল পাটকেল ছুড়তে থাকে। বিজিবি সদস্যরা মৌলারপাড় সেতুর উপরে উঠামাত্রই দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মহিষ ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরাকারবারিরা। এ সময় সরকারি অস্ত্রশস্ত্র ও উদ্ধারকৃত জানমাল রক্ষার্থে বিজিবি টহল টিমের সদস্য সিপাহী শাহরিয়ার নাজিম শুভ তাহার নামে ইস্যুকৃত রাইফেল হতে ০৩ (তিন) রাউন্ড ফাঁকা বুলেট ছুড়লে আসামিরা ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক ছুটে যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন- অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সিলেটভিউ২৪ডটকম / তাজুল / ডি.আর