টলিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্সিণী মৈত্রের সম্পর্কের কথা সবার জানা। মাঝেমাঝেই দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায়। নতুন খবর হলো, দেবকে ছেড়ে রুক্সিণী এবার ভিড়ছেন জিতের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বাস্তব জীবনে নয়, নতুন একটি সিনেমায় জিতের সঙ্গে জুটি বাঁধছেন রুক্সিণী। তবে কোন ছবিতে তারা একসঙ্গে কাজ করতে চলেছেন, তা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। জিতের প্রযোজনা সংস্থা কিংবা রুক্মিণী মৈত্র, কারোর তরফেই কিছু জানানো হয়নি। তাই কী ঠিক ঘটতে চলেছে, তা জানে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।


এর আগে অবশ্য জিতের প্রযোজনা সংস্থার ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী মৈত্র। যদিও সেই ছবিতে জিৎ নয় রুক্মিণী অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে। তবে এবার শোনা যাচ্ছে জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবিতে তার বিপরীতেই কাজ করতে চলেছেন রুক্মিণী।

এদিকে সম্প্রতি ‘নটি বিনোদীনি’ সিনেমার কাজ শেষ করেছেন রুক্সিণী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির নির্মাতা রামকমল মুখোপাধ্যায়।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ