বাহরাইনের দিনার বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মূদ্রা হিসেবে স্বীকৃতি পেয়েছে।৭৭৮.৩ বর্গকিলোমিটারের দেশটিতে প্রায় ১৯ লক্ষ জনসংখ্যার বসবাস।ধনী দেশগুলোর মত বাহরাইন ও তেল গ্যাসের প্রধান রপ্তানি কারক দেশ হিসেবে পরিচিত।
অনেকেই মনে করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মূদ্রা ডলার।কিন্তূ আসলে এই ধারনা ভুল।ডলারের থেকেই শক্তিশালী রয়েছে আরব দেশের মূদ্রা।বর্তমান সময়ের সবচেয়ে দামি মূদ্রার নাম হচ্ছে কুয়েতের দিনার।কুয়েতি ১ দিনার সমান ৩.২৬ ডলার যার বাংলাদেশের টাকায় ৩৫০ টাকার সমান।এ তুলনায় ডলার এর ধারে কাছেই নেই।ডলারের দাম রয়েছে ১০২ টাকার মত।এরপর রয়েছে বাহরাইনের দিনার ২০২৩ সালের বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মূদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সাময়িক ফোর্স এডভাইজার।ফোর্স এডভাইজারের মতে বাহরাইনের দিনার ২.৬৫ ডলারের সমান।ফোর্স ম্যাগাজিনটির সূত্র অনুসারে ২০২৩ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী মূদ্রার স্থান পেয়েছে কুয়েতি মূদ্রা।দ্বিতীয় শক্তিশালী মূদ্রার স্থান পেয়েছে বাহরাইনের মূদ্রা।তৃতীয় স্থানে রয়েছে ওমানের রিয়াল।
চতুর্থ স্থানে রয়েছে জর্ডানের দিনার।তারপর ব্রিটিশ পাউন্ড স্থান পেয়েছে। কেমেন্দিপুঞ্জের ডলার ষষ্ঠ স্থানে রয়েছে।বিশেষজ্ঞরা বাজারের পরিস্থিতি বিবেচনা করে জানাচ্ছেন ডলারের বিপরীত টাকার ধর আরও নামতে পারে।টাকার দামের সাথে ডলারের পার্থক্য এত দেশি হওয়ায় এবং সবসময় টাকার সাথে তুলনা করা হয় বলেই অনেকেই মনে করেন ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মূদ্রা।কিন্তু বিশ্বের ৫ টি শক্তিশালী মূদ্রার মধ্যে নেই ডলারের নাম।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮