ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় শহরস্থ ছামি ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে ইফতারপূর্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
 


সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
 

বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নের চাবিকাঠি আপনাদের হাতে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করে দেশ গঠনে আপনাদের ভূমিকা রয়েছে। তেমনিভাবে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে আপনাদের ভূমিকা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম ফারুক।
 

ইফতারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী, কুলাউড়া পিডিবি’র উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন, নুরুল আমিন ও আরিফুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ সমিতির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১০