সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুলের সহধর্মিণী মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার (১লা এপ্রিল) রাতে নগরীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১