সিলেটসহ পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য আজ সোমবার (৩ এপ্রিল) বৈঠকে বসবে নির্বাচন কমিশন। 

মেয়াদ শেষ হবে বলে সিলেট, গাজীপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হচ্ছে। আগামী মে মাসের শেষ থেকে জুনের মধ্যে এই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছিল গত ১৫ মার্চ অনুষ্ঠিত কমিশন সভায়।


আর এখন কোন সিটি করপোরেশনে কবে নির্বাচন হবে, এ সিদ্ধান্ত নেয়ার সময়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার সকালে এ বিষয়ে সভা বসবে। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

রোববার (২ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, সভায় সিটি করপোরেশনের ভোটের তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম