শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা হতে আগত ও অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২রা এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামের সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান খানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সমাজবিজ্ঞাম বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩