সিলেটে চাকরির আবেদন করতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।
রোববার (২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শাবি থেকে সিলেট মহানগরের আম্বরখানায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়ে ওই যুবক ৫১ হাজার টাকা খুইয়েছেন।
ছিনতাইয়ের শিকার শেখ মো. হেলাল আহমেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে। তিনি শাবিপ্রবির একটি বিভাগের অফিস সহকারী পদে চাকরির আবেদন করতে এসেছিলেন।
হেলাল এ প্রতিবেদককে বলেন, ‘রবিবার আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরির আবেদন করতে এসেছিলাম। আবেদনের প্রক্রিয়া শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে সিলেটের আম্বরখানায় যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠি। তখন এ গাড়িতে ড্রাইভারসহ আরো দুজন যাত্রী ছিলেন। অটোরিকশায় উঠে কিছুদূর যাওয়ার পরই পেছনে বসা একজন আমার পেটে ছুরি ধরে বলে- যা কিছু আছে বের করে দে, চিৎকার করলে সমস্যা হবে। তখন আমি নিরুপায় হয়ে প্যান্টের পকেটে থাকা ১১ হাজার টাকা বের করে দেই। এসময় তারা আরও যা আছে বের করে দিতে বলে। পরে তারাই আমার সাথে থাকা ব্যাগে রাখা ৪০ হাজার টাকা খুঁজে বের করে লুট করে নিয়ে যায়। ছিনতাই শেষে পাঠানটুলার একটু আগে স্কলার্সহোম স্কুলের সামনে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় তারা।’
ওই টাকা হেলাল তার মায়ের চিকিৎসার জন্য রেখেছিলেন বলে জানান।
হেলাল জানান, ছিনতাইয়ের পর আরেকটি অটোরিকশা নিয়ে তিনি ছিনতাইকারীদের ধরতে চেষ্টা করেন এবং পেছন থেকে মোবাইল ফোনের মাধ্যমে ছিনতাইকারীদের অটোরিকশা ভিডিও ধারণ করতে থাকেন। কিছুদূর এভাবে যাওয়ার পর ছিনতাইকারীদের অটোরিকশা থামলে হেলাল পথচারীদের ডেকে তাদের ধরতে সহায়তা চাইলে অটোরিকশা রেখেই ড্রাইভারও ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে শাবিতে থাকা পরিচিত একজনকে হেলাল কল দিলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। ওই গাড়িতে চালকের আইডি কার্ড, মালিকের তথ্য ও সিএনজির যাবতীয় তথ্য ছিলো।
হেলাল জানান, ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকাশাটির নম্বর 'সিলেট থ-১২-০৩৮৬'। কাগজপত্র থেকে জানা যায়, চালকের নাম সুমন আহমেদ এবং গাড়িটির মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের লুৎফুর রহমানের স্ত্রী মোছা. রুমি বেগম।
তবে হেলাল এখনো পুলিশকে ঘটনাটি জানাননি। অটোরিকশাটি শাবি ক্যাম্পাসে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তালা দিয়ে রাখা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ডি.আর/ইআ-০১