সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রোমানা বেগম (১২)। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে ও স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার (৩ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

শিশুর পিতা আসমান মিয়া জানান, সোমবার দুপুরের দিকে মক্তব থেকে ঘরে ফিরে খাবার নিয়ে বসত ঘরে টেলিভিশন চালু করতে গিয়ে অসাবধানতা বসত বৈদ্যুতিক সার্কিটে স্পৃষ্ট হয় রোমানা। এসময় চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা এসে ঘরের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। এর আগেই নিস্তেজ হয়ে পড়ে রোমানা।


এরপর রোমানাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৫