গত বছর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে যায়। টানা ৩ বার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সিলেট। এবার বৈশাখ মাস শুরুর আগেই সিলেটে ঝড় বৃষ্টি হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস বলছে, এই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে। আর সিলেট পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বাড়লেও তা সাথে সাথে কমে যাচ্ছ। বাংলাদেশে হওয়া বৃষ্টিতে বন্যার সম্ভাবনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ সিলেটভিউকে জানান, সিলেটে ভারী বৃষ্টিপাত হলে নদীর পানি কিছুটা বাড়ে। বৃষ্টি হলে নদীর পানি এক থেকে দেড় মিটার পানি বেড়ে যায়, তবে সিটি সাময়িক। বৃষ্টি থেমে গেলে পানি কমে যায়। আমাদের দেশের বৃষ্টিপাতে সাধারণত বন্যা হয় না। সারাদিন বৃষ্টি হলেও বন্যার সম্ভাবনা নেই। তবে ভারতে বৃষ্টি হলে বাংলাদেশে বন্যা হবে। ভারতের মেঘালয়ে বৃষ্টি হলে সিলেটের সুরমার পানি বৃদ্ধি পাবে। আর আসামে বৃষ্টি হলে কুশিয়ারার পানি বৃদ্ধি পাবে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সিলেটভিউকে জানান, সিলেটে আগামী ৬ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারপর কিছুদিন বৃষ্টি হবেনা। এপ্রিল মাস জুড়ে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে প্রেক্ষিতে সিলেট বিভাগে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হতে পারে।।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত