লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলামের পিতা মো. আমিনুল ইসলাম (মৃত্যু কালে বয়স ৭৭ বছর) ৩০ মার্চ ভোরে ইন্তেকাল করেন।
 

চার দিন পরই ৩ এপ্রিল রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তার মাতা ওয়াহিদা বেগম (মৃত্যু কালে বয়স ৬৭ বছর) মৃত্যু বরণ করেন। তিনি বিগত প্রায় ৫ বছর যাবৎ দুরারোধ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যু কালে তিনি রাশেদুল ইসলামসহ তার তিন পুত্র ও দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা ৪ এপ্রিল এয়ারপোর্ট রোড মংলিরপাড় জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় এবং মানিকপীর টিলা কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
 


শিক্ষকের পিতা-মাতার এই আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী,  উপাচার্য  অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
 

এক শোক বার্তায় তারা মরহুম এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১