স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘শিবপুর’ ছবির প্রযোজকের ঝামেলার খবরে সরগরম টলিপাড়া। অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে! ব্ল্যাকমেইল করা হচ্ছে, অভিনেত্রীর নগ্ন ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে। এক দু’দিন নয়, গত এক মাস ধরে তাকে হেনস্তা করা হচ্ছে বলেই আনন্দবাজার অনলাইনকে জানান স্বস্তিতা।
 

এবার সরাসরি অভিনেত্রীর সহকারীর ইমেইলে নমুনা ছবি পাঠানো হলো। হুমকি দিয়ে ইমেইলটি পাঠিয়েছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে ‘হ্যাকার’ হিসেবেই পরিচয় দিয়েছেন। শুধু যে অভিনেত্রীর বিকৃত ছবি পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন, এমনটা নয়। ইমেইলে তিনি লেখেন, ‘যা করেছি, এর থেকেও খারাপ কিছু করতে পারি। চুপচুাপ নিজের ম্যাডামকে বলুন প্রযোজনা সংস্থার সঙ্গে সমঝোতা করে নিতে। নয়তো এর থেকেও খারাপ (গোপন) ছবি ছড়িয়ে দেব সামাজিকমাধ্যমে।’


ইন্দো-আমেরিকার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিং রায় এবং সন্দীপ সরকার। তাদের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারের অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সেই কারণেই এই হুমকি। শুধু তা-ই নয়, প্রযোজক সন্দীপ সরকার মেইল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন। একজন আমেরিকান নাগরিকের টাকা নিয়ে তাকে হেনস্তা করেছেন। সন্দীপ ইমেইলে লেখেন, ‘এখন তো সবে শুরু, এরপর কী হয় দেখবেন! আপনাদের মতো মানুষকে কীভাবে শায়েস্তা করতে হয়, তা আমার ভালোই জানা আছে।’

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে স্বস্তিকা বলেছিলেন, ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তার পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্তা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’ ইতোমধ্যে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। তদন্তে নেমেছে পুলিশ।

আপাতত এই ছবির প্রচারপর্বের সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন না স্বস্তিকা। তার কথায়, ‘আমার মনের অবস্থা ভালো নেই। প্রতিদিন সকাল সকাল মৃত্যু হুমকি পেলে আর কাজের মানসিকতা থাকে না!’

উল্লেখ্য, আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ধাঁচের সিনেমা ‘শিবপুর’। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। স্বস্তিকা ছাড়াও এতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে ছবিটি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩