মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের নিজ বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী জুনাব আলীর উদ্যোগে আড়াই শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মজিদ।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি- ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি পেয়াঁজ, ২ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি রসুন, ১ কেজি লবন ও ১ কেজি খেজুর। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রাজ্জাক শাহীন এবং শেষে পরিশেষে এলাকার মুরদেগান ও দাতা পরিবারের সকলের জন্য দোয়া করেন কালিটেকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান জিহাদী।
যুক্তরাজ্য প্রবাসী জুনাব আলীর সভাপতিত্বে ও সংগঠক ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, এলাকার মুরব্বী আব্দুল করিম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মনাফ, আকবর আলী, এলাকার প্রবীন মুরব্বী মাহমদ আলী, আব্দুর রহমান, মজম্মিল আলী, সংগঠক কবির মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৮