সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন (অবঃ) প্রফেসর ডা. আবুল হাশেম চৌধুরী।
 


সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (অবঃ) মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী উম্মে সালমা।
 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি এ.বি.এম বাচ্চু মিয়া, সহ সভাপতি মির্জা হারুনুর রশিদ, হেলাল উদ্দিন মুন্সি, এসএসএম ফজলে রাব্বী, মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটওয়ারী, মোঃ সামসুজ্জামান, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তারিক হোসেন টিপু, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, অর্থ সম্পাদক মাসুদ কাজী, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক রুনা সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার।
 

উপস্থিত ছিলেন- কার্যকরী কমিটির সদস্য তাজ উদ্দিন তালুকদার, খোরশেদ আলম তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, ইসমাইল হোসেন মিয়াজি, আলী আশরাফ, উজ্জল মিয়া, একেএম আনোয়ার হোসেন, সাইফুল হোসেন, আব্দুর রহিম, আরিফ হোসেন, নাজমুল হোসেন, ফয়সল আহমদ প্রমুখ।
 

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
 

সভায় বক্তারা বলেন, সিলেটে বসবাসরত চাঁদপুরবাসীর প্রাণের সংগঠন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট। এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। এই সমিতির নামই একটি প্রতিষ্ঠান। সমিতির সকল সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন।
 

বক্তারা সমিতির ঐতিহ্য ও সুনাম ধরে রেখে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১