আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে বঙ্গবাজারে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারেন, সে ব্যাপারে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আগামীকাল সোমবারের মধ্যে বেশির ভাগ ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

 


 আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন মেয়র। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হবে বলে তিনি জানান।

 


শেখ ফজলে নূর তাপস বলেন, আগামীকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান আরও জোরেশোরে চলবে। তাতে আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই অধিকাংশ জিনিসপত্র সরানো সম্ভব হবে। তিনি জানান, আজ রোববার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা জমা দেওয়ার কথা ছিল। তবে দুটি মার্কেট এখনো তালিকা শেষ না করতে পারার পুরো তালিকা কর্তৃপক্ষের হাতে আসেনি। তালিকার কাজ এখন পর্যন্ত ৭০ শতাংশের মতো শেষ হয়েছে।

 

এসব কাজ শেষ করে আগামী মঙ্গল কিংবা বুধবারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে চৌকিতে বসে ব্যবসা শুরু করতে পারেন, তেমন পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র।

 


বঙ্গবাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় যাঁদের দোকান ছিল, তাঁরা কোথায় বসবেন, এমন এক প্রশ্নের উত্তরে শেখ ফজলে নূর তাপস বলেন, প্রতি ব্যবসায়ীকে ৫ ফুট বাই সাড়ে ৩ ফুট হিসাবে সাড়ে ১৭ বর্গফুট জায়গা দেওয়া হবে। সেখানেই ব্যবসায়ীরা বসবেন এবং ব্যবসা করতে পারবেন। ঈদের আগে তাঁরা তাঁদের ক্ষতি যাতে কিছুটা পোষাতে পারেন, সে জন্য পরিষ্কার করার কাজ দ্রুত শেষ করে বঙ্গবাজারের জায়গা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

 

মেয়রের পাশে থাকা বঙ্গবাজারের ব্যবসায়ী নেতারা বলেন, তাঁরা দোতলার ব্যবসায়ীদেরও বসার ব্যবস্থা করবেন। আপাতত সবাই একটা বসার জায়গা পাবেন। অনেকের দুই-তিনটা দোকান ছিল। তবে আপাতত তাঁদের একটা জায়গা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপৎকালে যেন সবাই টিকে থাকতে পারেন, সেই বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

 

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য একটা তহবিল করা হয়েছে। এই তহবিলে সামর্থ্যবান সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তা ছাড়া সব মার্কেটের কমিটিকে দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সহায়তা তহবিলের প্রতি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে এতে সাধ্যমতো অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

 

 

সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : প্রথম আলো