সিলেটের গোলাপগঞ্জে সামাজিক সংগঠন বৃহত্তর চন্দরপুর গ্রাম উন্নয়ন বন্ধনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 

রবিবার দুপুর ২টায় উপজেলার চন্দরপুরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ আর্থিক সহায়তা বিতরন ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দরপুর গ্রাম উন্নয়ন বন্ধনের সভাপতি ডা: আব্দুল মতলিব, মহাসচিব ও সাবেক বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, যুগ্ম মহাসচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুস সুবহান, যুগ্ম সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, সদস্য পংকি মিয়া, সুলতান মাহমুদ প্রমুখ। 


এসময় বুধবারীবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে দোয় ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আর্থিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অঞ্চলের মানুষ প্রতি ঈদ ও সমাজের প্রতিটি দুর্দিনে অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে এসে দাড়ান। এ সংগঠন দীর্ঘদিন যাবৎ সমাজ কল্যাণমূলক কাজের দ্বারা গনমানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সমাজের বিত্তবানরা প্রতিটি সংকটময় মুহুর্তে সহযোগীতার হাত না বাড়ালে হয়ত এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হত না। বক্তারা এ ধরনের সমাজ উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতা ও সহযোগীতা অব্যহত রাখার অনুরোধ জানান।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৭