নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক ডা. আইনুল ইসলাম (৬৩) মারা গেছেন। 

গতকাল রোববার (০৯ এপ্রিল) বেলা ১২টা ৭ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 


তিনি বড়লেখার সিনিয়র সাংবাদিক আব্দুর রব এর ভগ্নিপতি। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

রোববার বিকেল ৩টা পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পশ্চিম গাংকুল (রতুলি বাজার সংলগ্ন) গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেনের সঞ্চালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড়ভাই পিডিবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম।

মরহুম ডা. আইনুল ইসলামের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা পৌরসভার সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ প্রমুখ।   

সিলেটভিউ২৪ডটকম/লাভলু