সিলেটের গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী
প্রধান বক্তা ছিলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শামছ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি এরকম বৃত্তি প্রদানকে একটি উৎসাহ এবং অনুপ্রেরণা হিসেবে অভিহিত করে বলেন, এই উৎসাহ এবং অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টে এরকম শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শামছ উদ্দীন বলেন, শিক্ষার মাধ্যমে মানুষের আত্মার বিকাশ ঘটে আত্মার বিকাশের মাধ্যমে মানুষের অগ্রযাত্রা অব্যাহত থাকে। তিনি পুঁথিগত বিদ্যার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান রাখেন।
ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খানের সভাপতিত্বে ও রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী মজুমদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, একাডেমিক সুপারভাইজার গোলাপগঞ্জ জয়তুন নাহার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ।
এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখেন- ৬ষ্ঠ শ্রেণির ছাত্র পুরঞ্জন দেবনাথ অর্ক।
অনুষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ২০ জন শিক্ষার্থীকে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষা বৃত্তির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত শিক্ষার্থীরা ২০২৩ শিক্ষাবৃত্তির আওতায় সমগ্র শিক্ষাবর্ষ আর্থিক সহায়তা পাবে।
উল্লেখ্য, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২২ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪