আগামী মাসের শুরুর দিকে ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আর ঘোষিত সেই ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়। এই তরুণ পেসারকে দলে ডাকার কারণ জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
গত দুই সিরিজের মতোই আসন্ন সিরিজেও দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এছাড়া ঘোষিত দলে নেই আফিফ হোসেনও। তবে মৃত্যুঞ্জয় ঠিক কি কারণে দলে ডাক পেয়েছেন সেই ব্যাখা দিয়েছেন বিসিবির নির্বাচক। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন ভবিষ্যতের কথা মাথায় রেখেই মৃত্যুঞ্জয়কে দলে ডাকা হয়েছে।
বাশার বলেন, 'আমরাতো একজন অলরাউন্ডার খুঁজছি। মৃত্যুঞ্জয় শেষদিক ব্যাট করতে পারে একটু, সাথে গত ২-৩ বছর ধরে সে আমাদের হাই পারফরম্যান্স স্কোয়াডেও আছে। সেখানে আমরা দেখেছি বেশ ভালো গতিতে বল করতে পারে। তার বোলিং সামর্থ্য খুব ভালো। শরিফুল ও মুস্তাফিজ আছে বাঁহাতি পেসার, ভবিষ্যতের জন্য কাউকে তৈরি করতে হলে মৃত্যুঞ্জয় আছে।'
এদিকে চলমান ডিপিএলে বল হাতে দুর্দান্ত মোহাম্মদ সাইফুদ্দিন। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৭ উইকেট, পাশাপাশি ৪ ম্যাচ ব্যাট করেছেন ৬২ রান। এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে বাশার বলেন, 'সাইফুদ্দিন ভালো করছে কিন্তু এই মুহূর্তে আমাদের যে চারজন পেসার আছেন সে চারজন খুব ভালো করছেন। এ জন্য...সাইফুদ্দিন তো আমাদের হাতে আছেই।'
সিলেটভিউ২৪ডটকম/এনটি
সূত্র : ঢাকা পোস্ট