বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে যান তাসনিয়া ফারিণ। সেখানে তার টুরিস্ট গাইড হিসেবে কাজ করেন জোভান। দুজন মিলে পাতায়া সমুদ্র সৈকত এবং থাইল্যান্ডের দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।
সমুদ্র সৈকতে পাশাপাশি হাঁটা, ক্যাফেতে খাবার খাওয়া— সব মিলিয়ে কয়েক দিন বেশ ভালো সময় কাটে তাদের। নিজের হাতে ফারিণকে রান্না করেও খাওয়ান জোভান। এর মধ্যে একজন আরেকজনের মনের কোণে ভালোভাবে জায়গা করে নেন। কিন্তু কেউ কাউকে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
ভ্রমণের শেষ দিন বিদায় নেয়ার সময় জোভান জানান, ফারিণকে মিস করবেন তিনি। ফারিণ মৃদু হাসিতে বুঝিয়ে দেন তার মনের কথা। এমন একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকের নাম ‘গুনগুনিয়ে’। এবারের ঈদে এটিই আরিয়ানের নির্মিত একমাত্র নাটক।
এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। আসছে ঈদুল ফিতরের দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
সিলেটভিউ২৪ডটকম/এনটি
সূত্র : ঢাকা পোস্ট