গত কয়েকদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এর মাঝে চলছে রমজান মাস। প্রখর রোদেও জীবন-জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন মানুষ। তীব্র গরমে হাঁসফাঁস করছেন মহানগরবাসী। চলতি সপ্তাহে সিলেটের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 


আবহাওয়া অফিস সূ্ত্রে জানা যায়, গত ১০ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়াও রংপুরের নীলফামারী জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সিলেটভিউকে জানান, কোনো এলাকার পাশাপাশি দুটি স্টেশনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকে তাহলে সে এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা যখন ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তখন তীব্র তাপপ্রবাহ বলা হয়। যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। বর্তমানে সিলেট মৃদু থেকে মাধারি তাপদাহ বইছে। আগামী কয়েকদিন বিভাগের কিছু কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সজিব হোসেন আরো বলেন, সিলেটে আগামী সপ্তাহ পর্যন্ত এই তাপদাহ চলতে পারে। এই সময়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে অনেকের মুখ-ঠোঁট ফেটে যাচ্ছে। শরীর জ্বালাপোড়া করছে।

সিলেট আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কারা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত