(প্রতীকি ছবি)

চৈত্রের শেষভাগে শুরু হওয়া তাপপ্রবাহের তীব্রতা সিলেট অঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে। বাংলা নববর্ষের প্রথম দিনে সেটি এসে পৌঁছেছে ‘তীব্র তাপপ্রবাহে’।

বৈশাখের শুরুটা এভাবেই কাটবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস, এটা আরও বাড়তে পারে।


আবহাওয়াবিদরা জানিয়ছেন, সিলেট বিভাগের মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য স্থানেও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বৈশাখের শুরুটা কাটবে এভাবেই। আগামী ১৬ এপ্রিল থেকে তাপপ্রবাহের মাত্রা কমতে পারে। এরপর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে ক্রমান্বয়ে। আর এপ্রিলের শেষের দিকে হবে কালবৈশাখী।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম