হিন্দু বিবাহ নিবন্ধন কল্যাণ সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে হিন্দু বিবাহ নিবন্ধন কল্যাণ সমিতির সভাপতি অর্জুন কুমার চক্রবর্তীর আয়োজনে এ মতিবিনিময় সভার আয়োজন করা হয়।
সমিতির প্রধান উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার সহ সভাপতি সতীশ দেবনাথ ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট দিলীপ কুমার দেব।
সমিতির সিলেট জেলা ও মহানগরের সভাপতি ও সিলেট ল’কলেজের সাবেক ছাত্রলীগের সমাজ বিষয়ক সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বিজিত চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন কুমার মিত্র, জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলার ব্যানর্জী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মুমিন, আওয়ামী লীগ নেতা বেলাল খান, মকুবুল আলী, যুক্তরাজ্য সাংবাদিক জামান আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা যুমন সিংহ, প্রিজন তালুকদার ছিন্দ, সামিতির সাধারণ সম্পাদক মনোজ কান্তি ভট্টচার্য্য মাত্রা, উপদেষ্টা যোগেম্বব চত্রবর্তী, অরুন চক্রবর্তী, জ্যোতির্মুল চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, নিরঞ্জন চন্দ্র দাস, ঝুমন চক্রবর্তী, জয়ব্রত চক্রবর্তী, অর্থ সম্পাদক এডভোকেট লিপন চন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯