মৌলভীবাজার কমলগঞ্জে গাঁজাসহ এক যুবককে আটক করছে পুলিশ।
শুক্রবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছারসহ পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মোটর সাইকেলসহ বকুল মিয়া (৪৫) কে আটক করা হয়। একই এলাকার তনু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত আসামীর বিরোদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হেেয়ছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৩