পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডক্টর এস এল তাউসেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন তিনি।


এসময় বিএসএফের মহাপরিচালককে ফুল এবং নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অতিরিক্ত মহাপরিচালক রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম উপস্থিত থেকে বিএসএফের ডিজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
 


এসময় আরও উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. যুবায়েদ হাসান, বাংলাবান্ধা আইসিপি ক্যাম্প কমান্ডার প্রমুখ।

বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. যুবায়েদ হাসান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শন করেছেন। এসময় বিজিবির পক্ষ থেকে তাকে ফুল এবং বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
 

তিনি আরও বলেন, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

 

সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : ঢাকা মেইল