মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন একটি ভবনের নবনির্মিত সেপটিক ট্যাংকের ভিতর থেকে ২ জন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ারকর্মীরা।
 

ঘটনাটি সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর গ্রামে ঘটেছে।


নিহতরা হল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর পুত্র কামরুল (২৫) ও পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই (জুড়ীরপার) গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহীন (২২)।
 

ফয়জুর রহমানের মালিকানাধীন ভবনের নির্মাণ কাজের ঠিকাদার মো: লিয়াকত আলী জানান, কয়েকদিন আগে ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে কামরুল ও শাহীন ট্যাংকিতে নেমে কাজ করতে চাইলে আমি বাঁধা দিয়ে অন্য কাজ করতে বলি। কিন্তু আমার বাঁধা অমান্য করে একজন ট্যাংকিতে নামতে গিয়ে নিচে পড়ে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে অন্যজনও ট্যাংকে পড়ে যায়। সাথে সাথে আমরা থানায় ও ফায়ার সার্ভিসে ফোন দেই।
 

ফায়ার সার্ভিস, কুলাউড়ার টিম লিডার অংকুর রায় বলেন- আমরা জেনারেটরের মাধ্যমে পানি সেচ দিয়ে ঘন্টা খানেক প্রচেষ্টার পর প্রায় ৮ ফুট গভীর ট্যাংকি থেকে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
 

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিশাত জাহান বলেন- দুপুর আড়াইটায় ওদের হাসপাতালে নিয়ে আসলে উভয়কে মৃত অবস্থায় পাওয়া যায়।
 

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন- নবনির্মিত ট্যাংকের একটি মাত্র ছোট মুখ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- সেটা কিছু দিন বন্ধ থাকায় ভিতরে প্রচুর গ্যাস জমে বিষক্রিয়া তৈরি হয়। মুখ খুলে হঠাৎ করে মানুষ ভিতরে প্রবেশ করায় অক্সিজেন শূন্যতায় এমন ঘটনা ঘটতে পারে। তবে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৮