সিলেটের দক্ষিণ সুরমা থানায় মোটর সাই‌কেল ও পিকআপের মু‌খোমু‌খি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার লালাবাজারে এ দূর্ঘটনা ঘটে।
 

দ্বীন ইসলাম (৪০) নামের ওই যুবক দূর্ঘটনায় গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত দ্বীন ইসলাম  ফেনীর বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে।
 


দূর্ঘটনায় সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হো‌সেন (৩৫) ও সিরাজ মিয়াকে (৩০) গুরুতর আহত অবস্থায়  এমএ‌জি ওসমা‌নী হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/নুরুল/পিডি/এসডি-১৮