বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল বলেন- আমাদের মাঝ থেকে কুরআনের নাযিলের মাস মাহে রমজান বিদায় নিতে যাচ্ছে। এই সময়ে আমরা কি অর্জন করেছি সেটা নিয়ে ভাবতে হবে। রমজানের শিক্ষা কতটা বাস্তবজীবনে প্রয়োগ করতে পেরেছি সেটা নিয়েও চিন্তা করতে হবে। মনে রাখতে হবে মাহে রমজান আমাদেরকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার মাস। তাই রমজানের শিক্ষার আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।

 


তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল শ্রমিক থানার উদ্যোগে শ্রমজীবি ভাইদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর হাসপাতাল শ্রমিক থানার সভাপতি মো. আল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুজজামান নিজুর সঞ্চালনায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, হাসপাতাল শ্রমিক থানার সহ সভাপতি আব্দুস সাত্তার, হাফেজ শরীফ উদ্দীন, রফিকুল ইসলাম  রাজন, মোয়াজ আল জাকারিয়া, নুরুল হক ও নজরুল ইসলাম প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত