সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, সমাজের ভিত্তি মজবুত করতে বিভেদ বৈষম্য  কমিয়ে মানুষের নায্য চাহিদাকে গুরুত্ব দিতে হবে। সমাজের বিবেকবান বিত্তশালীরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় পিছিয়ে পড়া মানুষের বাসস্থানের দিকে খেয়াল রাখা প্রয়োজন। গ্রামে গঞ্জে এখনো অনেকশ্রমজীবী মানুষ রয়েছেন বাসস্থান দূরের কথা, যাদের নুন আনলে পানতা ফুরায়, তাদেরকে বাসস্থানের ব্যবস্থাকরে দিতে পারলে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এ রকম কাজের সাথে যুক্ত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন মিয়া ও তাঁর পরিবার সম্প্রতি গোলাপগঞ্জে কয়েকটি পরিবারকে গৃহনির্মাণ করে দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছেন। 

 


একটি সুন্দর অর্থবহ সমাজ সৃষ্টিতে যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরির  পাশাপাশি  সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য দেশ ও প্রবাসী বিত্তশালীদের   প্রতি অনুরোধ জানান শোয়েব।

গতকাল গোলাপগঞ্জের নিম্নাঞ্চল-হাওরাঞ্চল বার্জাঙ্গ গ্রামে একটি ঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

 

এলাকার বিশিষ্ট মুরব্বি আওয়ামী লীগ নেতা আক্কিল আলীর সভাপতিত্বে ও শিক্ষক মিছবাহ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবী আব্দুল ওয়ারিছ খান, শিক্ষক মোহাম্মদ আলী। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জালাল আহমদ, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, গোলাম এহিয়া ইমরান, গোলাম আফজল নাদির প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত