জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বলেছেন, এদেশের মানুষের দুঃসময়ে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ সবার আগে এগিয়ে আসতেন। তাই পল্লী বন্ধুর কর্মীরাও আজ এদেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামীতে দেশের স্বার্থে যেকোন কঠিন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় পার্টি।
এজন্য সকল নেতাকর্মীদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
বুধবার (১৯ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে অস্বাভাবিক লোডশেডিং দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে সিলেটে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে মানুষের অবস্থা চরম পর্যায়ে পৌছেছে।
যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে সিলেটবাসীকে নিয়ে রাজপথে আন্দোলনের ডাক দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক শাব্বীর আহমদ এর সভাপতিত্বে এবং জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলী হোসেন সরকার ও আলতাফুর রহমান আলতাফ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টি নেতা হেলাল উদ্দিন লস্কর, মামুনুর রশিদ মামুন, জামাল আহমদ, এস এ মালেক, আব্দুশ শহিদ, মো. দৌলা মিয়া, দেলোয়ার হোসেন দিলু, জহির উদ্দিন জহুর, আব্দুর রউফ, শাহজাহান সিরাজী, জাহাঙ্গীর হোসেন, সুলেমান আহমদ, মফিজুর রহমান, ময়নুল ইসলাম, সুহেল আহমদ, সিপার আহমদ, আফজাল হোসেন মান্না ও শিউলী বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯