কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা, সিলেটের কৃতিসন্তান বাউল শাহ আব্দুল হামিদ জালালীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, সংগীতের প্রতি বাউল শাহ আব্দুল হামিদের ভালোবাসা ছিলো অতুলনীয়। সারাজীবন ধরে তিনি বাউল গান চর্চা করে গেছেন। তিনি কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা। তার মৃত্যু বাঙালি সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমান প্রজন্মের শিল্পীদের কাছে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরা উচিত।
 


শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান শফিকুর রহমান চৌধুরী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬